বাংলাদেশ খেলাফত মজলিস তারাগঞ্জ শাখার আয়োজনে গণ সংযোগ ও আলোচনা অনুষ্ঠিত
এম এ শাহীন : আগামী ২৭ শে এপ্রিল রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে সাইখুল হাদীস আল্লামা মামুনুল হক সাহেবের আগমান উপলক্ষ্যে তারাগঞ্জ উপজেলা শাখা আয়োজনে গণ সংযোগ ও আলোচনা সভা ২৩ এপ্রিল বুধবার উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে ।
এতে বাংলাদেশ খেলাফত মজলিস তারাগঞ্জ উপজেলা শাখার সভাপতি হযরত মাওলানা আশরাফ আলী সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস তারাগঞ্জ উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও ভীমপুর শাইলবাড়ী মাদ্রাসার মহা-পরিচালক শাইখুল হাদীস আলহাজ্ব হযরত মাওলানা মুফতি আবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলার বুড়িরহাট মাদ্রাসার মহতামিম আলহাজ্ব হযরত মাওলানা অহিদুল ইসলাম সাহেব, বাংলাদেশ খেলাফত মজলিস তারাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি নেয়ামতুল্লা, বাংলাদেশ খেলাফত মজলিস তারাগঞ্জ উপজেলা শাখার যগ্ন- সাধারণ সম্পাদক মুফতি নাজমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস তারাগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু তাহের, বাংলাদেশ খেলাফত মজলিস তারাগঞ্জ উপজেলা শাখার সদস্য মাওলানা আমির হোসেন, সঞ্চালনায় ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস তারাগঞ্জ উপজেলা শাখার কোষাধ্যক্ষ মুফতি রাশেদুল ইসলাম ও সিনিয়র সহ- সভাপতি মুফতি গোলাম রব্বানী এছাড়াও বিভিন্ন পেশা শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।