পায়রাবন্দে এসএসসি পরীক্ষার্থীদের জন্য সহায়তা কেন্দ্র এবং অভিভাবকদের জন্য বিশ্রাম বুথ স্থাপন করেছে ছাত্রদল
বিশেষ প্রতিনিধি(রংপুর): আজ(১৫/৪/২৫)রংপুরের মিঠাপুকুর উপজেলার ৩নং পায়রাবন্দ ইউনিয়নের পায়রাবন্দ পরীক্ষা-কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীদের জন্য সহায়তা কেন্দ্র এবং অভিভাবকদের জন্য বিশ্রাম বুথ স্থাপন করেছে পায়রাবন্দ ইউনিয়ন ছাত্রদল।
পায়রাবন্দ এসএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তার জন্য স্থাপিত এই শিক্ষা সহায়ক উদ্যোগ পরীক্ষার্থী ও অভিভাবকদের ও এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
পায়রাবন্দ ইউনিয়ন পরীক্ষা-কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীদের জন্য ছাত্রদলের এই সহায়তা কেন্দ্র এবং অভিভাবকদের জন্য বিশ্রাম বুথে পরীক্ষার্থীদের বিভিন্ন ভাবে সহায়তার পাশাপাশি অপেক্ষমাণ অভিভাবকদের জন্য বিশ্রাম ও পানির ব্যবস্থা রাখা হয়।
ছাত্রদলের এই সহায়তা কেন্দ্র পরিদর্শনে এসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং পায়রাবন্দ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম রবি এবং স্বেচ্ছাসেবক দল দলের ৩ নং পায়রাবন্দ ইউনিয়নের আহ্বায়ক মোঃ রুবেল মিয়া, ও সদস্য সচিব অনিক মাহামুদ। সেসময় আলোচনা বক্তব্যে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম রবি ছাত্রদল নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন “শিক্ষা, ঐক্য, প্রগতি”- এই তিন মূলমন্ত্রকে সামনে রেখে সাধারণ ছাত্রছাত্রীদের অধিকার আদায়ের জন্য ছাত্রদলের প্রত্যেক নেতাকর্মীদের কাজ করে যেতে হবে। ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন শিক্ষাঙ্গনগুলোতে সন্ত্রাস, মাদক ও নকলমুক্ত মেধাসম্পন্ন নেতৃত্ব গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি সুস্থ ছাত্ররাজনীতির চর্চা চালিয়ে যেতে হবে।
উপস্থিত নেতৃবৃন্দ আরও বলেন, শুধু রাজনৈতিক কর্মকাণ্ড নয়, ছাত্রছাত্রীদের বিভিন্ন শিক্ষামূলক, শিক্ষা সহায়ক, ও সামাজিক কর্মকান্ডেও মনোনিবেশ করতে হবে।
পায়রাবন্দ এসএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তার জন্য স্থাপিত শিক্ষা সহায়ক এই ব্যতিক্রমী কর্মসূচিতে ছাত্রদলের মিঠাপুকুর উপজেলা শাখার সদস্য সচিব মোঃ শামসুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রাকিবুল ইসলাম ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম, উপস্থিত ছিলেন। ছাত্রদলের উপজেলা নেতৃবৃন্দ বলেন এসএসসির পরীক্ষার্থীদের পাশে পায়রাবন্দ ইউনিয়ন ছাত্রদলের সকল নেতৃবৃন্দ নিরলস ভাবে এই কর্মসূচি পালন করার যে প্রত্যয় ব্যক্ত করেছেন তা প্রশংসনীয়। সে সময় পায়রাবন্দ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা সহ ৩ নং পায়রাবন্দ ইউনিয়ন ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরীক্ষার্থীদের যেকোনো সমস্যায় ছাত্রদলের সহায়তা কেন্দ্রে যোগাযোগ করতে পরীক্ষার্থী ও অভিভাবকদের আহবান জানান ছাত্রদল নেতৃবৃন্দ।