কিষাণ –
ফকির আদিল
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
চীন দিয়ে
জ্বীন দিয়ে
আকাশে উড়ো,
আমাদের কিষাণের
শ্রম কেনো মারো?
খেটেখুটে
ঘাম ঝরে
ফলায় তারা সোনা,
শুয়ে-বসে
রাতদিন
ভর্তি কেনো টোনা?
কিষাণের ঘাম জানে
লাঙল ও বেলা,
দিন-রাত শেষে কেনো-
তোমাদের হেলা?
কিষাণ জানে রে ভাই
ভুঁই ইতিহাস,
আমদানি
রপ্তানি
কেনো সর্বনাশ?