পথিকের পায়ের পথ
-ফকির আদিল
পথ খুঁজে পথিকের পায়! দু'ধারে ঘাস, বুনো ফুলে জেগে ওঠে, মধ্যখানে সাপের মতন বেঁকে যায় - এই পথ- সেই পথ! দিন যায়, মাস যায়, বুনো চারা বেড়ে ওঠে , ফুলদের সমারোহ স্বাগত জানায়।
রাষ্ট্র কোনো দিন আসে নি, কোনো দিন ভাবে নি,কোনো দিন দেখে নি - এই পথে পথিকের চলা। দিন যায়, মাস যায়, পথিক যায়,পথিক আসে! দুজনার দেখা হয়।
ভালো আছি,কাছাকাছি, বুনো ফুলদের সৌরভে, লতায় পাতায় পাখিদের গানে গানে- এ বনে- ও বনে- ভেন্না পাতার ছাওনিতে - বুনো ছাগলের ওলানে- উপচে পড়া দুধে- খেয়ে আছি এক বেলা। আরেক বেলায়- বুনো গাছে সতেজ ফল ও ঝর্ণার জল।
বেশ্ ভালো আছি। কই রাষ্ট্রতো আসে নি! মিছিল, মিটিং,
এ দল- সে দল- কাটাকাটি, মারামারি, হানাহানি, ফিলিস্তিন ইসরায়েলের মতন দখলের কথা বলে নি।
এই বন- সেই বন- সবুজের সমারোহে শান্তির স্লোগান - আবার তোরা বনে আয়। ইটপাটকেলের এই সভ্যতা ছেড়ে, পিচ মাখা তপ্ত রোদে- ফেলে আয় এই পথ- সেই পথ- সাপের মত বেঁকে যাওয়া পথিকের পায়ের পথ...।
যে পথে মিছিল নেই, মানববন্ধন নেই, গাড়িতে গাড়িতে রক্তের প্লাবন নেই- হর্নের বিকট শব্দ নেই, ছেড়ে যাওয়ার প্রতিযোগিতা নেই- আছে শুধু বুনো ফুলের ঘ্রাণ-
শান্তির স্লোগান, কোকিলের কুহুতান। আবার তোরা বনে আয়।