পেশাদারিত্ব
-রাশেদুল হাসান শিমুল
পেশাদারিত্বের পথে, চলতে হবে সোজা,
অভিজ্ঞতায় পূর্ণ, বিশ্বাসে থাকা ভাষা।
শ্রমে শান্তি, কাজেই স্বপ্ন,
নিজেকে হারিয়ে, এগিয়ে চলা থেমে না যেন।
সময় বাঁচাও, সঠিক সময়ে কাজ,
শুদ্ধতা আর সততায় করি মনোযোগ।
সহানুভূতি দিয়ে, সবাইকে সম্মান,
পেশাদার হও, জয় নিশ্চিত তোমারই হাতে মান।
দায়িত্বের মাঝে এক নিঃশব্দ দান,
নির্ভুল সিদ্ধান্তে চলুক পথের দান।
শৃঙ্খলা আর শ্রদ্ধা যেন না হারায়,
পেশাদার হয়ে জীবনে সফলতা বারবার সজাগ হয়।