অপেক্ষার চাঁদ
আমি শত জনম আকাশে চাঁদ হয়ে
অপেক্ষায় থাকবো
তুমি যখন আমায় ডাকবে তোমার বুকের
জমিনে নেমে আসব,আলো ছড়াবো
মধুর কণ্ঠে কথার জাদুতে তুমি মুগ্ধ হবে।
জোছনা রাতে নদীর তীরে দুজন হাঁটব
ঘাটে বাঁধা তরী বেয়ে গল্প গানে হারিয়ে যাব
হঠাৎ একঝাঁক জোনাকপোকা এসে
তোমার কামুক খোঁপা শোভাবর্ধন করবে
মৃগনাভির ঝাঁঝাল গন্ধ ভেবে সুবাস নেবো।